Header Ads

স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার / স্পেন টু আমেরিকা PDF

স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার / স্পেন টু আমেরিকা 

আন্দালুসিয়া আমাদের হারিয়ে যাওয়া জান্নাত আর আমেরিকা আমাদের জন্য দন্তখোলা জাহান্নাম। কীভাবে আমরা সে জান্নাত হারিয়ে আজ জাহান্নামের দ্বারপ্রান্তে, স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার সেই ইতিহাসের হৃদয়বিদারক আখ্যান। গ্রন্থটি পাঠকালে আপনি প্রকাশ-অযোগ্য হতাশায় কুঁকড়ে যাওয়ার পাশাপাশি শুনতে পাবেন উম্মাহর সোনালি স্বপ্নের পাঁজরভাঙার যন্ত্রণাদায়ক আর্তনাদ। সেই সঙ্গে যখন দেখবেন বীর তারিকের উত্তরসূরি মুসা ইবনু আবি গাস্‌সানের অসহায় একাকিত্ব, লেন্দুপ দর্জি আর মির জাফরদের মতো গাদ্দারি, পরিণাম-অন্ধ ভোগবাদী শাসকের রাজ্যের চেয়ে রানির মেকআপের চিন্তা; তখন স্তম্ভিত ও বিমূঢ় হবেন নিশ্চয়।

বই: স্পেনের পতন ও আমেরিকা আবিষ্কার / স্পেন টু আমেরিকা 

বইটা পড়তে থাকবেন আর আপনার হতাশা বাড়তে থাকবে। শুধু বলবেন, ইশ! সেদিন যদি এমন না হয়ে এমন হতো? স্পেন মুসলমানদের করুন পরিনতির পরও আমরা হতাশ নই, মুসলিমরা নিজের ভুলের কারণেই স্পেনসহ পৃথিবী নেতৃত্বের ক্ষমতা হারিয়েছে। হতাশা চেপে বসেতো তখন,  যখন মুসলিমরা একই ভুলেের পুনরাবৃত্তি করে যায়। 

ইউরোপে যাওয়ার জন্য পাগল মুসলিম যুবকগুলো কি জানে, আজকের ইউরোপ গঠনের পিছনে মুসলিমদের অবদান কতটুকু?  খেলা-ধূলা, মদ-গাজা, নারী-নর্তকী, মোবাইল-গেমে ব্যস্ত মুসলিম যুবকগুলো কি তাদের পূর্ব পুরুষদের গৌরবান্বিত ইতিহাস জানে? তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, আব্দুর রহমান আদ-দাখিলি, সুলতান বায়েজিদ ইলদিরাম'দের ইউরোপ দাপিয়ে বেড়ানোর ইতিহাস ভুলে যাওয়া কি আত্মমর্যাদা হীনতা নয়? 

স্পেন আমাদের হারিয়ে যাওয়া জান্নাত, আর ইউরোপ-আমেরিকা হচ্ছে আমাদের জন্য দন্তখোলা জাহান্নাম। জাহান্নামের কুকুর ফার্ডিনান্ড ও ইসাবেলার উপর আল্লাহর লানত। "স্পেনের যখন পতন হচ্ছিল,, তখন সেখানকার আলেমগণ প্রায় ১৭টি বিষয় নিয়ে ইখতেলাফে জড়িয়ে পড়েছিলেন। এর মাঝে ছিল তারাবিহ ৮ রাকআত নাকি ২০ রাকআত। রাফে ইয়াদাইন নফল নাকি সুন্নাহ; নাকি নাজায়েজ।

কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতেও রাজি ছিল না। সবাই জয়ী হতে চায়। জায়গায় জায়গায় বাহাস আয়োজন হতে লাগল। কিতাব নিয়ে সবাই বাহাসের জায়গায় উপস্থিত হতে থাকলেন। কোনো বাহাস হতো প্রাসাদে,, আবার কোনোটি গাছতলায়। এসব বাহাসের উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে বিতর্কে হারানো। এদিকে তাদের অস্ত্রগুলো ভোতা হয়ে জং ধরে গিয়েছিল। সেগুলোতে শা*ন দেওয়ার কথা কারও মনে থাকেনি।\

শেষপর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি,, সবাই হেরে গিয়েছিল। সাড়ে সাতশত বছরের মুসলিম শা*সনকে এমনভাবে পিষে ফেলা হলো,, সেখানে আজপর্যন্ত আ'ল্লাহর নাম জোরে উচ্চারণের মতো কেউ নেই। 

তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে আল্লাহ আমার দেশের অতি উৎসাহী সকল আলেমদের সঠিক বুঝ দান করুন,,,!

 আমিন ছুম্মা আমিন..।। 





No comments

Powered by Blogger.