Header Ads

ফেরা - ইসলামিক উপন্যাস.pdf


ফেরা -ইসলামিক উপন্যাস

ফেরা বইটি খ্রিস্টান পরিবারের দুই মেয়ের ইসলামে দীক্ষিত হবার ঘটনা। তারা কিভাবে ইসলামের দাওয়াত পেলো, কিভাবে কিভাবে লুকিয়ে, গোপনে ইসলাম পালন করলো, তাদের প্রথম রোজা, প্রথম ইফতারের সেই ঘটনাগুলো পড়তে গিয়ে পাঠকের চোখ ভারি হয়ে উঠবে। আহা! ভিন্ন ধর্ম থেকে আসা দু'জন মানুষ ইসলামকে যেভাবে বুঝেছে, পালন করেছে, যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, আমরা কি আমাদের ইসলামকে সেভাবে বুঝেছি?

সামান্য দাঁড়ি রাখা আর টাখনুর উপরে কাপড় পরা নিয়ে আমি কতো যুক্তি, কতো হিকমার বুলি কপচাই। ভাবি, আহা, আমি যদি তাদের জায়গায় হতাম, আমি কি পারতাম নিজের ধর্ম, নিজের পরিবার-পরিজন সবকিছু ছেড়েছুঁড়ে সত্য ধর্মে আসতে?

পৃথিবীতে ইসলামের পুনঃপ্রতিষ্ঠা চৌদ্দশত বছর আগে হয়ে থাকলেও, এর বার্তা সমসাময়িক কাল, পরিবেশ এবং পরিস্থিতিতেও মানবজাতির জন্য সমানভাবে ফলপ্রসু। মানবসৃষ্ট বিভিন্ন ধর্মসমূহ সেকেলে হয়ে পড়লেও, ইসলামের বাণী বর্তমান সময়েও সকল দৃষ্টিভঙ্গি থেকেই সম্পূর্ণরূপে আধুনিক এবং প্রাত্যহিক জীবনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইসলামের বার্তাসমূহ সমসাময়িক কাল, পরিস্থিতি এবং বাস্তবতায়ও মানবজাতিকে কিভাবে আলোর পথে, শান্তির পথে এবং কল্যানের পথে ধাবিত করতে পারে সেসব বিষয়ে গভেষনামূলক কিছু কাজ চিন্তাশীল পাঠকদের নিকট তুলে ধরতেই সমকালীন প্রকাশনের পথচলা।

মুখ খোলা

তারস্বরে চিৎকার করছে শিশুটা। বয়স বছর-দুই। অডিও মিটার দিয়ে মাপলে শব্দের মাত্রা পাওয়া যাবে ১০০ ডেসিবেলেরও বেশি। 'না, না কাঁদে না'- কাজ করছে না। কোল বদলেও অবস্থা বদলালো না। শেষে একটা মুখ বলে উঠল, 'সেদিন রাস্তার ওই সাদা বেড়ালটা কী করেছিল জানো?'

বন্ধ চোখজোড়া খুলে গেল। অডিও মিটারের কাটাটা সাঁই করে ঘুরে বাম দিকে চলে এলো শূন্যের কোলে। গাল বেয়ে পড়া অশ্রুধারা ছাড়া আর কোনো প্রমাণ রইল না অতীত বেদনার। কান খাড়া হয়ে মুখ বন্ধ হয়ে গেল। শিশুটা জানতে চায় সাদা বেড়ালটা কী করেছিল।

মানুষ গল্প শুনতে ভালোবাসে। শিশুরা। বড়রা।

কিছু গল্প অলীক। কল্পনার জগতে তার জন্ম। পাঠককে অবাস্তব কিংবা পরাবাস্তব অভিজ্ঞতা দেয় সেসব গল্প। বাস্তব থেকে লেখকের কল্পনার জগতে বিবেক বদলি হয়।

কিছু গল্প সত্যি। সত্য ঘটনাকে গুছিয়ে বলা হয় তাতে। শহুরে মানুষের কৃত্রিম কল্পনার জগৎ থেকে বাস্তবে আনা হয়। আসল বাস্তবতা।

এ বইটাতে আমরা দুটো গল্প শুনব। দুই বোনের গল্প। তাদের ফিরে আসার গল্প। সত্যি গল্প। আশা করি গল্পদুটো পড়ে আনন্দের পাশাপাশি আমরা কিছু ভাবনার খোরাক পাব।

No comments

Powered by Blogger.