Header Ads

লজ্জা - তসলিমা নাসরিন

লজ্জা - তসলিমা নাসরিন

লজ্জা বাংলাদেশী ঔপন্যাসিক ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন রচিত একটি উপন্যাস। উপন্যাসটি একাধিক ভাষায় অনূদিত হয়েছে। ১৯৯৩ সালে প্রথম প্রকাশিত এই বইটি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়।[১][২][৩] এই উপন্যাসটিতে লেখক ইসলাম এর বিভিন্ন পবিত্র বিষয়কে অসম্মান ও অমর্যাদা করায় ব্যাপক সমালোচনা ও আন্দোলনের সম্মুখীন হন।পরবর্তীতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।[৪]  প্রথম ছয় মাসেই "লজ্জা"র প্রায় পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছিল।[৫]

 নাসরিন বইটি ভারতীয় উপমহাদেশ নিবাসী মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। 



No comments

Powered by Blogger.