Header Ads

শরম- তসলিমা নাসরিন

শরম - তসলিমা নাসরিন
আমার বই.কমের সৌজন্যে  
তসলিমা নাসরিন বলছেন, শরম হলো লজ্জার পরবর্তী ঘটনা। লজ্জা পড়া থাকলে এইটাও ভালো লাগবে আশা করি।
মেয়েটি উঠতে চায় নিজে, পারে না। সুরজনকে উঠে মেয়েটাকে তুলে ধরতে হয়। তার সারা গায়ে ব্যাথা। জায়জায় জায়জায় ক্ষত, কোনওটাতে রক্ত। ও নিয়েই সে জুলেখাকে সায়া ব্লাউজ পরিয়ে দেয়, শাড়ি পরিয়ে দেয়। মেয়েটার সম্ভবত মাথা ঘোরায়, দাঁড়াতে গেলেই পরে যেতে নেয়। সুরঞ্জন জড়িয়ে ধরে রাখে। ধীরে ধীরে মেয়েটাকে নীচে নামিয়ে সে ট্যাক্সিতে তোলে। রাস্তার লোকেরা হয়তো ভেবে নেয় যে অসুস্থ স্ত্রীকে নিয়ে জাক্তারের কাছে যাচ্ছে যাচ্ছে ভদ্রলোক। ভদ্রলোকই বটে আজ সুরঞ্জন। পার্ক সার্কাসের গলিতে ঢুকে বাড়ির দরজার কাছে সিড়িতে জুলেখাকে রেখে সুরজন অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। ভেতর থেকে কেউ নিশ্চই খুলে দেবে। স্বামী বা কেউ। ট্যাক্সিতে জুলেখাকে উঠিয়ে দিলেই জুলেখা বাড়ি ফিরে যেতে পারতো, সুরজনেরও কোনো ঝুঁকি নেওয়া হতো না। কিন্তু ঝুঁকি যে আছে নিজে পৌঁছে দেওয়ায়, ভাবেনি। তাকে পুলিশ ধরতে পারতো, পাড়ার লোকেরাও ঘেরাও করতে পারতো, মুসলমান

No comments

Powered by Blogger.