Header Ads

FINAL JUDGMENT

FINAL JUDGMENT
লেখকঃ Michael Collins Piper

প্রকাশনীঃ American Free Press




বর্তমানে লেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা অনেকেরই কাঙ্খিত পেশা। কিন্তু, সঠিক ধারণা না থাকার কারণে ইচ্ছে থাকা সত্যেও এই পেশায় আসতে পারছে না অনেকে। অন্যদিকে অনেক গুলো টিভি চ্যানেল, অসংখ্য দৈনিক, সাপ্তাহিক, পক্ষিক, মাসিক পত্রিকাসহ হাজারও অনলাইন সংবাদ মাধ্যমের কল্যানে সাংবাদিকতা প্রফেশনের জন্য দক্ষ জনবলের প্রয়োজন পড়েছে। বাস্তবে সেই তুলনায় সাংবাদিকতা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখনও প্রায় ক্ষেত্রেই দেখা যায় কাজ করতে করতেই সাংবাদিকতা শিখতে হচ্ছে। এর জন্য অনেকেই সাংবাদিকতার উপর লেখা বই গুলো পড়ে শিখার চেষ্টা করে। 

বর্তমানে অভিজ্ঞতা ছাড়া বিভিন্ন পত্রিকা (দৈনিক, সাপ্তাহিক বা মাসিক) বিভিন্ন অনলাইন বা টিভি মিডিয়াতে কাজ করছে এমন সবার জন্য আমি কিছু ফ্রি বই দিলাম, আশা করি সবার কাজে দিবে অনেকাংশে।

বইটির ডাউনলোড লিংক 

No comments

Powered by Blogger.