হযরত মুহাম্মদ সাঃ জিবনী বিশ্বকোষ (১ম)
হযরত মুহাম্মদ সাঃ জিবনী বিশ্বকোষ (১ম)
লেখকঃ আফযালুর রহমান
প্রকাশনীঃ ইসলামিক ফাউন্ডেশন
আমাদের সময়ের উল্লেখযােগ্য ঘটনা হইল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগােষ্ঠীর বিস্তৃতভাবে ছড়াইয়া পড়া। মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক সমস্যাসমূহ মুসলিম মনীষীবৃন্দের মনোযোগ অকির্ষণ করিতে শুরু করলেও ইহার ধর্মীয় দিকটির তাৎপর্য পরিপূর্ণভাবে উপলদ্ধি করা কিংবা বিষয়টির প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া আজও সম্ভব হয় নাই। বিষয়টি কেবল ভাষা উত্তরণের ব্যাপার নয়। ইসলামের মূল উৎস কুরআন ও হাদীসের বিষয়বস্তু অবশ্যই বিশ্বের ঐসব অঞ্চলের মানুষের ভাষায় অনতিবিলম্বে পৌছাইয়া দেওয়া প্রয়োজন। মু'মিন মুসলিমদের বিশেষত তরুণ মুসলিমদের ইসলাম সম্পর্কে নিরবচ্ছিন্নভাবে অবহিত রাখার জন্যই শুধু নয় বরং যে সব অঞ্চল কিংবা মুসলিমদের সান্নিধ্যে আসিয়াছে এবং যাহারা আন্তরিক ভাবে তাহাদের সমাজে নবাগত মুসলিমদের ঈমান ও আকীদা সম্পর্কে জানিতে চায় তাহাদের জন্যও ইহা একান্ত জরুরী। ইসলাম অনুষ্ঠান-সর্বস্ব ধর্ম নহে। ইহা এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইহা মানুষের চাহিদার সকল বিষয় সম্পর্কে দিক-নির্দেশনা দেয়। ঐতিহ্যবাহী মুসলিমগণ ইসলামের মূল শিক্ষা পুনঃপ্রতিষ্ঠার জন্য একনিষ্ঠ প্রয়াস ইতিমধ্যে শুরু করিয়াছে। মনীষী ও বুদ্ধিজীবিগণ মুসলিমদের সমাজ জীবনে সমসাময়িক সমস্যাবলীর ইসলামী সমাধানের অন্বেষণে নিয়ােজিত আছেন। মুসলিমগণ যেসব জনপদের নূতন বাসিন্দা হইয়াছেন সেইগুলিতেও এই ধরনের প্রয়াস অবিশ্যক। আর তাহা হইতে হইবে প্রয়োজনের নিরিখেই। অন্যথায় চ্যালেঞ্জ। সমূহের প্রকৃতি এবং সেইগুলির ক্ষেত্রে ইসলামের আবেদন সুস্পষ্টভাবে ভিন্ন ধরনের হওয়ারই সম্ভাবনা। ইহা এই কারণে যে, উল্লিখিত দুই ধরনের জনসমাজের প্রকৃতি, পটভূমি ও সমাজ-সাংস্কৃতিক পরিবেশ ভিন্ন। যাঁহারা ইসলামী বিষয়ে সেবার মনােভাব গ্রহণ করিয়াছেন কিংবা গ্রহণ করিতে ইচ্ছুক তাঁহাদের কর্তব্য ঐ ভিন্নতার-পার্থক্যের পরিপূর্ণ অনুধাবন করিয়া উহার ইসলামী সমাধান নির্ণয় করা এবং সাংস্কৃতিক সঙ্গতি সহকারে গোটা বিষয়ের কার্যকর উপস্থাপনা। উদ্যোগের এই পরিসরে একটি নয়া ভাষা মাধ্যমই কেবল নয় বরং ইসলামের চিরায়ত রচনাবলীর তুলনায় উহাতে অগ্রাধিকারের এক নয়া বিন্যাস ও বেশ যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক ভিন্নতাও সন্নিবেশিত থাকিতে হইবে। আমি আনন্দিত যে, উল্লিখিত বিষয়গুলির কোনও কোনও বিষয় মওলানা অফিযালুর রহমানকে মহানবী মুহাম্মদ (সা) -এর সীরাত সংক্রান্ত নূতন এই ধারাবাহিক বিশ্বকোষ রচনায় অনুপ্রাণিত করিয়াছে। যদি কেহ মানবেতিহাসে ইসলামের প্রভাবের পরিপূর্ণ ব্যাপকতা হাদয়ঙ্গম করিতে চাহেন তাহা হইলে মহানবী (সা)-র জীবনের সতর্ক ও বস্তুনিষ্ঠ চর্চাই হইবে তাহাদের জন্য সর্বোত্তম। মু'মিনদের নিকট অবশ্য তাহাদের মহানবী (সা)-র ব্যক্তিত্বই আল্লাহর কালামের অসিমানী সাক্ষাৎ বাহক। কিন্তু এতদসত্ত্বেও, যাঁহারা ইসলাম সম্পর্কে ইতিপূর্বে অবহিত নন, এমনকি, তাহারাও বস্তুত পক্ষে মানুষের জন্য, মানুষের নিয়তির জন্য মহানবী (সা)-র উদ্বেগ, প্রগাঢ় অঙ্গীকার, তাঁহার বিশ্বাস, ভালবাসা, অনুকম্পা, তাহার নজীরের অনবদ্য নৈতিক উৎকর্ষ এবং আমাদের সমসাময়িক জীবনে তাঁহার সুন্নাহর সুপ্রযুক্ততার অপরিসীম ব্যাপকতা উপলদ্ধি না করিয়া পারেন না। এ কারণেই মুসলিমগণ যখন বলেন, হযরত মুহাম্মদ (সা)-এর সুন্নাহ, গােটা মানবজাতির অদর্শ, তখন তাহা কেবলমাত্র ধর্মবিশ্বাস সঞ্জাত কারণেই বলা হয় না—ইহার সত্যিকার তাৎপর্যও রহিয়াছে।
| মওলানা অফিযলুর রহমান মানুষ ও রাসূল, মানবজাতির শিক্ষক, শাসক ও রাষ্ট্রনায়ক এবং একজন অনন্যসাধারণ সমরনায়ক হিসাবে মুহাম্মদ (সা)-এর জীবন ও তাহার জীবনের এই কয়েকটি দিক—তাহার দৃষ্টান্তসমূহ পরিপূর্ণতা ও সুফল লাভের পথকে কতখানি সমুজ্জ্বল করিয়া তুলিতে পারে, তাহা দেখাইবার চেষ্টা করিয়াছেন। আমি আল্লাহর নিকট মুনাজাত করি, তিনি যেন তাহার এই প্রয়াসকে কবুল করেন এবং এই ধারাবাহিক রচনাকে মহানবী (সা)-র বাণী ও জীবনাদর্শ উপলব্ধি করিবার তৌফিক ইনায়েত করেন।
আমি মওলানা আফযালুর রহমান ও মুসলিম স্কুলস ট্রাষ্ট (যে প্রতিষ্ঠানের তিনি উপ-মহাসচিবও )—উভয়কে এই উদ্যোগ গ্রহণের জন্য অন্তিরিক মুবারকবাদ জানাই। বৃটেনে অভিবাসী মুসলমান সম্প্রদায়গুলি শিক্ষার ক্ষেত্রে যেসব মৌলিক সমস্যার সম্মুখীন সেইগুলির কিছু সমস্যা সমাধানে মুসলিম স্কুলস ট্রাস্ট পথিকৃতের উদ্যোগ গ্রহণ করিয়াছে। আমি এই প্রতিষ্ঠানের এই উদ্যোগের সাফল্য কামনা করি।
ডঃ আবদুল্লাহ ওমর নাসীফ
সভাপতি, বাদশাহ অবিদি’ল-আযীষ বিশ্ববিদ্যালয় জেদ্দা, সৌদি আরব
বর্তমানে লেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা অনেকেরই কাঙ্খিত পেশা। কিন্তু, সঠিক ধারণা না থাকার কারণে ইচ্ছে থাকা সত্যেও এই পেশায় আসতে পারছে না অনেকে। অন্যদিকে অনেক গুলো টিভি চ্যানেল, অসংখ্য দৈনিক, সাপ্তাহিক, পক্ষিক, মাসিক পত্রিকাসহ হাজারও অনলাইন সংবাদ মাধ্যমের কল্যানে সাংবাদিকতা প্রফেশনের জন্য দক্ষ জনবলের প্রয়োজন পড়েছে। বাস্তবে সেই তুলনায় সাংবাদিকতা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখনও প্রায় ক্ষেত্রেই দেখা যায় কাজ করতে করতেই সাংবাদিকতা শিখতে হচ্ছে। এর জন্য অনেকেই সাংবাদিকতার উপর লেখা বই গুলো পড়ে শিখার চেষ্টা করে।
বর্তমানে অভিজ্ঞতা ছাড়া বিভিন্ন পত্রিকা (দৈনিক, সাপ্তাহিক বা মাসিক) বিভিন্ন অনলাইন বা টিভি মিডিয়াতে কাজ করছে এমন সবার জন্য আমি কিছু ফ্রি বই দিলাম, আশা করি সবার কাজে দিবে অনেকাংশে।
বইটির ডাউনলোড লিংক
হযরত মুহাম্মদ সাঃ জিবনী বিশ্বকোষ (১ম)
No comments